নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে বালু ভরাটকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগনে মোহাম্মদ আলী খুনের ঘটনায় আরও এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালতে আসামি বাহাউল হক বাহাদুরের স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে এ মামলায় গ্রেপ্তারকৃত আসামি বাহাদুরকে এক দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে বাহাদুর এ স্বীকাররোক্তিমুলক জবানবন্দি দেয়।
বাহাউল হক বাহাদুর জবানবন্দিতে জানায়, এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে মোশারফ মেম্বারের নেতৃত্বে ১৮/২০ জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে হত্যা করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক গিয়াসউদ্দীন এ জবানবন্দির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
এখানে উল্ল্যেখযে, সোনারগাঁয়ে একটি বেসরকারী কোম্পানীর বালু ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারী মাসের ৩ তারিখে সাহাপুর এলাকার আরজান মিয়ার ছেলে মোহাম্মদ আলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ ওঠে এ হত্যাকান্ডে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেনসহ ১৫/২০ জনের একটি দল জড়িত। ঐদিন রাতেই হত্যার ঘটনায় পুলিশ ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৫ জনকে আটক করে। ঘটনার ৩দিন পর নিহত মোহাম্মদ আলীর মা শিউলী বেগম বাদি হয়ে ২১ জনের নাম উল্ল্যেখ করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।