নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন থেকে শীর্ষ সন্ত্রাসী পারভেজকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ইসলামপুর এলাকায় অবস্থিত ফ্রেস সিমেন্ট ফ্যাক্টরীর সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়েছে।
আটককৃত শীর্ষ সন্ত্রাসী পারভেজ কাদিরগঞ্জ গ্রামের আলাউদ্দিন ওরফে কেরাবেলার ছেলে।
এলাকাবাসী জানান, পিরোজপুর কাদিরগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ গত কয়েক বছর ধরে মেঘনা শিল্পাঞ্চলে একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার গ্রুপের কাছে ইসলামপুর, প্রতাবেরচর ও কাদিরগঞ্জসহ কয়েকটি গ্রামের মানুষ জিম্মি হয়ে পড়ে। সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী পারভেজ শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে পন্যবাহি ট্রাক ও লরির ড্রাইভারদের কুপিয়ে ও পিটিয়ে তাদের সাথে মুল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। তার অত্যাচারে অতিষ্ট হয়ে ৫টি গ্রামের মানুষ গত ১৫ দিন আগে একত্রিত হয়ে একটি সভা করে মসজিদের মাইকে ঘোষনা দেওয়া হয় সন্ত্রাসী পারভেজকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর সে আত্মগোপনে চলে যায়। ঘোষনার ১৫ দিন পর আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইসলামপুর এলাকায় অবস্থিত ফ্রেস সিমেন্ট ফ্যাক্টরীর সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে এলাকাবাসী তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করে। তাকে আটকের ঘটনায় পিরোজপুর শিল্পাঞ্চলের ৫টি গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাকে আটকের পর এলাকাবাসী তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম জানান, সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে।