নিউজ সোনারগাঁ২৪ডটকম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহি বাস ও কভার্যভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে। শনিবার দুুপুর ৩টার দিকে পিরোজপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মেঘনা গ্রুপের একটি কভারভ্যান ইউটান করার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আল-বারাকা (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩০২) যাত্রীবাহি বাস সজোড়ে ট্রাকটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। এসময় বাসে থাকা প্রায় ৮ জন যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।