নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ আঞ্চলিক কাওমী মাদ্রাসার ২০১৯ শিক্ষাবর্ষের ২য় কেন্দ্রীয় পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রবিবার সকালে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর সিফতাহুল উলুম মাদ্রাসার আঞ্চলিক কাওমী মাদ্রাসার অস্থায়ী কার্যালয়ে ৩৭টি কাওমী মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত হয়ে এ ফলাফল ঘোষনা করেন।
মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতাসীম মাওলানা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ আঞ্চলিক কাওমী মাদ্রাসার বোর্ডের সভাপতি ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ আঞ্চলিক কাওমী বোর্ডের উপদেষ্টা উলুকান্দি মাদ্রসার শাইখুল হাদীস মাওলানা ইয়াকুব দেওয়ান, পরমেশ্বরদী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতী মোঃ হাতেম, সোনারগাঁ আঞ্চলিক কাওমী বোর্ডের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, জয়েন্ট সেক্রেটারী মাওঃসাখাওয়াতুল্লাহ মুহিব, প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক মুফতী নুরুল ইসলাম সরকারসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামীম, নাজেমে তালিমাত ও সহকারী শিক্ষকগন।
সোনারগাঁ আঞ্চলিক কাওমী মাদ্রাসা বোর্ডের পরিক্ষায় ৩৭টি প্রতিষ্টানের মোট ৭২৯জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হন ৬২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৯০জন।