নিউজ সোনারগাঁ২৪ডটকম: জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড সংগ্রহ করেছেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ। ২১ মে সকালে তিনি মেঘনা শিল্পনগরী স্কুল এল্ড কলেজ থেকে তিনি স্মার্টকার্ড সংগ্রহ করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুদ জানান, আমার ইউনিয়নবাসী যাতে উৎসবমুখর পরিবেশে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারে সেজন্য ইউনিয়নবাসীর যাতায়াত সুবিধার জন্য ১০টি বাস ১০টি টেম্পু ও ১০টি ট্রলার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এসব বাস, টেম্পু ও ট্রলার আগামী ২২ তারিখ পর্যন্ত ভোটার আনার নেওয়ার কাজে ব্যবহৃত হবে। তিনি আরো জানান, আমার ইউনিয়নটি জনসাধারনের যাতায়াতের জন্য পর্যাপ্ত রাস্তাঘাট রয়েছে। সমস্যা হচ্ছে মহাসড়কটি। এ মহাসড়ক পাড়ি দিয়েই স্মার্টকার্ড সংগ্রহ করতে হয়। মহাসড়কে প্রতি বৃহস্পতিবার থেকে শুক্রবার প্রায়ই তীব্র যানজেটের সৃষ্টি হয়। এ যানজটে যাতে কার্ড নিতে আসা ইউনিয়নবাসীর কষ্ট না হয় সেজন্য প্রত্যেকটি ওয়ার্ডে বাস, টেম্পুর ব্যবস্থা করেছি। এতেও যদি কারো সমস্যা হয় সেজন্য আমি ১০টি ট্রলারের ব্যবস্থা রেখেছি। আমি চাই আমার ইউনিয়নবাসী বিনা কষ্টে তাদের স্মার্টকার্ড নিয়ে বাড়ী ফিরে যাক।