নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডপটকম: “চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার বারদীতে শনিবার বারদী ইউনিয়ন পরিষদের চত্বরে করোনা ভাইরাস সংক্রামণ মোকাবেলায় বারদী জনকল্যাণ পরিষদ শুভ উদ্বোধন উপলক্ষে জনগনের মাঝে মাক্স, সাবান বিতরণও জিবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার সাইদুল ইসলাম।
সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সচেতন জনগনের উদ্যোগে জনকল্যাণ পরিষদ গঠিত হওয়ায় মানুষের মঙ্গল কামনায় এক নতুন দ্বার উম্মেচিত হল। আপনাদের এই মানুষ মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে শুভেচ্ছা জ্ঞ্যপন করলাম। এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করে- বারদী জনকল্যাণ পরিষদ মানুষের মনের মনিকোটায় স্থান করে নিয়েছে।
পরে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের নিজস্ব তহবিল থেকে বারদী জনকল্যাণ পরিষদের সভাপতি তানজিল হকের হাতে নগদ পঁচিশ হাজার টাকা তুলে দেন।
এসময় বারদী জনকল্যাণ পরিষদের সভাপতি তানজিল হকের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। এ সদস্যরা সেচ্ছায় রক্তদান,বৃক্ষরোপণ কর্মসূচী ও বারদী বাজারে বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়। এ টিম মাসব্যপী ওই এলাকায় জিবানুনাশক স্প্রে করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বারদী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।