নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী বারদী বাজার পার্শ্বে করিমের বালুর মাঠে উপজেলার বিভিন্ন স্থানে ধীরে ধীরে পশুর হাট সরগরম হচ্ছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন আপাতত ক্রেতা থাকলেও ভাল বিক্রি নাই তবে এ পশুর হাট জমজমাট হয়ে উঠবে শেষ হাটে আগামী রবিবার।
গতকাল শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী বারদী বাজার পার্শ্বে করিমের ব্যাপারীর বালুর মাঠে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের শেষ মুহুর্তে উপছেপড়া ভীর। যদিও অন্যান্য বছরের তুলনায় দাম একটু বেশি হওয়ায় ক্রয় বিক্রয় তেমন হয়নি।
সম্পূর্ন হাট ছিল গরু, ছাগল পশুতে পরিপূর্ন। তবে দাম বেশী থাকায় মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত মানুষকে হিমশীম খেতে দেখা গেছে। অনেককে কোরবানীর পশু না কিনে খালি হাতে ফিরে যেতে হয়েছে।তবে আরো কয়েক দিন অপেক্ষা করে রবিবার শেষ হাটে কোরবানীর পশু কিনবেন বলে জানিয়েছেন অনেকে।
ক্রেতারা জানান, কোরবানীর পশুর শেষ হাট রবিবার হওয়ায় অনেকেই চিন্তা করছেন শেষ হাটে কেনার। পশু রাখা এবং পালনে সমস্যা থাকায় এধরনের চিন্ত ভাবনা করছেন অনেক ক্রেতারা।
অপর দিকে বিক্রেতা করিম ব্যাপারীর জানান- বাজারের দাম বেশী হওয়ায় অনেক ক্রেতা কোরবানীর পশু না কিনে চলে যাচ্ছেন। যার ফলে আমরা আশানুরুপ বিক্রি না করতে পারায় সেগুলো নিয়ে ফিরে যেতে হবে। তবে ঈদের শেষ বাজার ভাল হবে বলে আশা করা যাচ্ছে।
হাট মালিক বাবুল হোসেন মেম্বর জানান, এ বছর গরুর আমদানি বেশি হওয়া আসাবাদি। ক্রেতা বিক্রেতাদের হাটে নিরাপত্তায় থাকবেন পুলিশ প্রশাসন,বলেনটিয়ার ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও তারা দিচ্ছেন বলে জানান। সীমিত হাড়ে আসলি নেওয়া হবে। শতকরা ৩ টাকা সরকারি রেট।ঈদের পূর্ব মুহূর্তে ঐতিহ্যবাহী বারদী বাজার পার্শ্বে করিমের ব্যাপারীর বালুর মাঠে পশুর হাটে ছোট বড় বিভিন্ন ধরনের গরু, ছাগল চলবে এ বেচাকেনা।