সােনারগাঁয়ের বারদী ইউনিয়নর আলগীরচর গ্রামের শাহিদা বেগম (৪০) হত্যায় গ্রেফতার ৫ আসামীকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ওই আদেশ দেন। এর আগে মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (৪২) ও শাহনাজ (৪৫) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। পরে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি প্রদানের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রিমান্ডকৃত আসামিরা হলেন (৩৫), মাে.জামির (৩০), মাে.হােসেন (২০), মাে.ফারুক (৩২), মাে.জিয়া হােসেন (৩২) মাে.রাব্বি।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন নারায়নগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মাে.আসাদুজ্জামান।
প্রসঙ্গত, 8 আগস্ট বিকালে সােনারগাঁয়ের বারদী। ইউনিয়নের আলগীরচর এলাকায় জমি সংক্রান্ত বিরােধ ও পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা টেটা, চাকু, চাপাতিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাদেকুর এবং তার পরিবারের লােকজরে উপর হামলা করে। এসময় শাহিদা নামের একজন নারী বেঁটা বিদ্ধ হয়ে ২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সাদেকুর রহমান নামের একজন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দয়ের করেন ।