নিউ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম: কমিটি ঘোষণা চার ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়েছে বাবদী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি।
আজ বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ যুবদলের আহবায়ক স্বপন রহমান ও যুগ্ন আহবায়ক আশরাফ মোল্লা উপজেলার পিরোজপুর, বারদী ও নোয়াগাঁও ৩টি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর বারদী ইউনিয়নে ত্যাগী ও দলের অনুগত্য নেতাকর্মীকে ঠিকমতো অর্ন্তভুক্ত করা হয়নি। এ অভিযোগ তুলে বারদী ইউনিয়নের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করেন। ফলে কেন্দ্রের কমিটি সমন্য়করা আপাতত বারদী ইউনিয়ন আহ্বায়ক স্থাগিত করে পূর্নরায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সুপার ফাইভদের নিয়ে তাদের আলাপ আলোচনার মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেয়ার জন্য। সে জন্য দলের সিদ্বান্ত মোতাবেক বারদী ইউনিয়ন কমিটি স্থাগিত করা হয়েছে বলে জানিয়েছেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা।
সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ মোল্লা জানান, থানা দলের আহবায়ক কমিটির সদস্যদের সিদ্ধান্তে উপজেলার তিনটি ইউনিয়নে যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য সদস্য বিশিষ্ট এ কমিটিতে শুরু থেকেই ত্যাগী ও তৃণমূল নেতাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে তিনটি ইউনিয়নে দেয়া আহ্বায়ক কমিটিতে ২/১ ত্যাগী তৃণমূলের নেতাকর্মী অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। সেজন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তিতে উপজেলা থানা যুবলীগে আহবায়ক কমিটির সুপার ফাইভদের নিয়ে তৃনমুল নেতাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ত্যাগী ও দলের প্রতি আনুগত্য নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে ফের আহবায়ক কমিটি গঠন করা হবে।