নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রীর সবুজ বনাঞ্চলের স্বপ্ন বাস্তবায়নে চারদিকে নদীবেষ্ঠিত ও সুবিধা বঞ্চিত বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের চারদিকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭শতাধিক বিভিন্ন প্রজতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম নিজ উদ্যোগে উপজেলার ২২টি সংঠটনকে নিয়ে সকাল থেকে নুনেরটেক এলাকার মেঘনা নদী ঘেষে চলাঞ্চলে এ বৃক্ষ রোপন করেন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে প্রায় ২২ টি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে নুনেরটেক চরে যান সেখানে আগে থেকে রাখা ৭শতাধিক গাছের চারা সংগঠনের সদস্য ও স্বেচ্চাসেবীদের হাতে দেন। সেই গাছ তারা নিজ হাতে নিদিষ্ট দুরত্বে রোপন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের লাগানো গাছ গুলো পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরনে সবুজ বনাঞ্চল তৈরী করার লক্ষে ও নদীবেষ্টিত নুনেরটেক গ্রামটি রক্ষার জন্য আমরা স্বেচ্ছাসেবী ও ২২টি সংগঠনের সদস্যদের নিয়ে আমরা ৭শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপন করেছি। এ গাছগুলো যাতে ভালভাবে বেড়ে উঠতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবকরা নিয়মিত পরিচর্যা করবো এবং আমরা কয়েকদিন পর পর এসে গাছগুলো পরিদর্শন করবো।