নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
রুহুল আমিন, নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ আজ রোববার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারদী ইউনিয়ন পরিষদ মাঠে আইনশৃঙ্খলা মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনারগাঁ থানার ওসি বলেন, মাদকের করাল গ্রাসে যুবক সমাজ আজ ধ্বংসের পথে। মাদকমুক্ত না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই যেকোন ভাবে বারদী ইউনিয়নকে মাদকমুক্ত করবো। তিনি মাদক মুক্ত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ জনগণের সহযোগিতা চান। সভায় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে এস আই আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার,বারদী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন,বারদী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রফিক হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য সানাউল্লাহ,৬নং ওয়ার্ড সদস্য মোঃ হাবু, ৮নং ওয়ার্ড সদস্য বাবুল।