নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চান্দের পাড়া এলাকায় নুর হাফসা হাফসা নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মারা গেছে।
আজ (৪ নভেম্বর) সোমবার বেলা ১১টার দিকে সে নানীর বাড়িতে বেড়াতে এসে মারা যায়।
নুর হাফসার বাবার নাম মোঃ নাছির উদ্দিন। নুর হাফসা তার একমাত্র মেয়ে।
এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে নুর হাফসা সবার চোখ ফাকি দিয়ে নানীর বাড়ির পাশে একটি পুকুরে হাত-পা ধুতে যায়। এ সময় হঠাৎ সে পিছলে পানির নিচে তলিয়ে যায়। পরে নানীর বাড়ির লোকজন অনেক খুঁজাখুঁজির পর তার মৃত দেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।