নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলায় বারদী ইউনিয়ানে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ”দৃষ্টি হোক পরিস্কার” প্রত্যয়ে”আই মিত্র ও আডিয়াল ভিশন সেন্টার উদ্যোগে চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে চক্ষু শিবিরে প্রায ১০০ জন বয়স্ক নারী পুরুষ,শিশুর চোখ পরীক্ষা পাওয়ার নির্নয় করে রোগীর দৃষ্টি ত্রুটি কারেকশন ও সানি সনাক্ত করে ব্যবস্থাপত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাজেদা ইয়াছমিনসহ শিক্ষক,শিক্ষিকাবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।