নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের শুক্রবার সকালে বারদী হাই স্কুল এন্ড কলেজ মাঠে রুপায়ণ গ্রুপের উদ্যোগে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ৩শত ৫শতাধিক অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রুপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান-১ আলী আকবর খাঁন রতন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাইয়ান সরকার, বারদী বাজার ব্যাবসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হক, বারদী বাজার মার্কাস জামে মসজিদের দাতা সদস্য মোঃ ফালুন মিয়া,সাবেক মেম্বার তাইজুল হক,বারদী পুলিশ ফাড়ির ইনর্চাজ উপ-সহকারী পুলিশ কর্মকতা মিজানুর রহমান,সাংবাদিকসহ রুপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ।
এছাড়া বারদী ইউনিয়নে প্রত্বন্ত দীপঅঞ্চল নুনেরটেক এলাকা দ্বিতীয় দিন আগামী শনিবার রুপায়ণ গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হবে।