নিউজ সোনারগাঁ্২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দলরদী পুরাননগর এলাকা থেকে ফরজানা আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ওই ছাত্রীর বাবা ফারুক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার বারদী রিবর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে অপহৃত স্কুল ছাত্রী ফারজানা আক্তার। স্কুলে যাওয়া আসার পথে চান্দেরপাড়া গ্রামের দাউদ মিয়ার ছেলে জনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে উত্যক্ত করে আসছিলো। এ বিষয়ে অভিযুক্ত জনির পরিবারের কাছে বিচার শালিস দিয়েও কোন কাজ হয়নি। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত ছাত্রী পার্শ্ববর্তী মতিন মিয়ার বাড়ি থেকে প্রাইভেট পড়ে ফেরার পথে জনির নেতৃত্বে দলরদী গ্রামের সাইদুল, নুরা, দাউদ, লাইলীসহ ৫-৭জনের একটি দল সিএনজি অটোরিক্সা যোগে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজির পর শুক্রবার বিকেলে অপহৃতের বাবা ফারুক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক হেলালউদ্দিন (তদন্ত) জানান, অপহরণের ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।