• রাত ১:১২ মিনিট শনিবার
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীসহ ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার উদ্ধার সোনারগাঁয়ে এক দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার ট্রাকে আগুন: পিতা-পুত্রকে প্রধান আসামী করে ১৪ জনের নামে মামলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এএইচএম মাসুদ দুলাল মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি কায়সার হাসনাত জাতীয়পার্টিরর মনোনয়নপত্র জমা দিলেন লিয়াকত হোসেন খোকা নুনেরটেকে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৭ মোগরাপাড়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন কায়সার হাসনাত স্বতন্ত্র ও তৃনমুল বিএনপি থেকে আরো দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁয়ে অবরোধের পক্ষে বিপক্ষে মাঠে নেই কোন দল রাতের আধারে সিএসজিতে এসে ট্রাকে আগুন দিলো দুবৃর্ত্তরা বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৪,মোটর সাইকেল জব্দ সোনারগাঁয়ে আওয়ামী-জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ লিয়াকত হোসেন খোকা মনোনয়ন পাওয়ায় পৌর জাতীয়পার্টির আনন্দ মিছিল দলীয় মনোনয়ন পেয়েই জমে উঠেছে নির্বাচন
সোনারগাঁয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ১৭ বার জুতা পেটা!

সোনারগাঁয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ১৭ বার জুতা পেটা!

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ১৭ দিন জেল হাজতে থাকায় জামিনে বের হয়ে সাক্ষী হাজি তাহের আলীকে (৮৫) ১৭ বার জুতাপেটা করে করেছেন আসামিরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুন) এ ঘটনায় লাঞ্ছিত হাজি তাহের আলীর ছেলে যুবলীগ নেতা ইকবাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন।

জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে ২০১৪ সালে সাবেক মেম্বার মূছা মিয়ার সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে।

ওই ঘটনায় সোনারগাঁ থানায় মূসা মিয়াসহ ৯ জনের নামে মামলা হয়। ওই মামলায় মূসা মিয়ার বিপক্ষে হাজি তাহের আলী আদালতে সাক্ষী দেন।
এর প্রেক্ষিতে আদালত আসামিদের ৭ বছর কারাদণ্ড দেন। এরপর মূসা ও তার ভাই মোস্তফা মিয়াসহ অন্যান্য আসামিরা ওই রায়ের বিপক্ষে আপিল করেন। ১৭ দিন কারাভোগের পর গত সপ্তাহে মূসা মিয়া ও মোস্তফা মিয়া জামিনে বের হয়ে আসেন। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে মামলার সাক্ষী হাজি তাহের আলী দোকানে চা পান করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মূসা মিয়া, ভাই মোস্তফা মিয়া ও মো. আনাজ মিয়া তার সঙ্গে তর্ক শুরু করেন। এক পর্যায়ে আসামি মোস্তফা মিয়া ১৭ দিন কারাভোগ করায় হাজি তাহের আলীকে একে একে ১৭ বার জুতাপেটা করেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 

লাঞ্ছিত হাজি তাহের আলীর ছেলে যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন বলেন, তার বাবার বয়স ৮৫ বছর। ২০১৪ সালের একটি মামলায় তার বাবা আদালতে সত্য সাক্ষী দিয়েছেন। ওই সাক্ষীতেই আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এ মামলায় দু’জন ১৭ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে বের হয়ে ১৭ দিন কারাভোগ করায় তার বাবাকে মূসা মিয়ার নির্দেশে ১৭বার জুতা পেটা করা হয়েছে। এর আগেও তার বাবাকে আসামিরা পিটিয়ে বাম পা ভেঙে দিয়েছিল। ৪ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনো তার পায়ে রড ভর্তি রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মূসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাহের আলীর মিথ্যা স্বাক্ষীর কারণে এ মামলায় আদালত আমাদের সাজা দিয়েছেন। ক্ষিপ্ত হয়ে মোস্তফা তাহের আলীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে।   তবে ১৭টি নয়, মনে হয় দু’চারটি বারি মেরেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বয়সের মানুষকে এভাবে লাঞ্ছিত করা খুবই দুঃখজনক। অভিযোগ গ্রহণ করা হয়েছে।   তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution