নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার শ্রমিককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এবিএম রুহুল আমিন রিমন বলেন, উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে বৈদ্যেরবাজার ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের ছেলে রকি একটি সিন্ডিকেট করে দীর্ঘ দিন ধরে কয়েকটি ড্রেজারের সাহায্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে নদীর পাশের হাড়িয়া, সোনাময়ী, বৈদ্যপাড়া সহ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়ে উঠেছে। বুধবার অভিযান চালিয়ে মনির হোসেন ও মোস্তফা মিয়া নামের দুই ড্রেজার শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ২০ দিনের কারাদন্ড দেওয়া হয়।
মনির হোসেন উপজেলার নুনেরটেক গ্রামের আব্দুল মালেকের ছেলে ও মোস্তফা মিয়া চরকিশোরগঞ্জ গ্রামের আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সোনাময়ী গ্রামের বাসিন্দা আলী হোসেন, কামাল মিয়া জানান, ইসমাইল হোসেনের ছেলে দীর্ঘ দিন ধরে অবৈধ বালু উত্তোলন করে প্রতিদিন ৮/১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে নদীর পাড়ের কয়েকটি গ্রাম ভাঙ্গনের কবলে পড়েছে। গ্রামবাসীরা বালু খোকোদের বাধা দিলে তাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে।