নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা থেকে গত ২ জানুয়ারী ২০১৬ তারিখে মোঃ সবুজ মিয়া নামের ১৯ বছরের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার স্বজনরা বিভিন্ন জয়গায় খোঁজাখুজির পরও ২ বছরে তার সন্ধান মেলেনি। তার সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দিবেন বলে ঘোষনা দিয়েছেন সবুজ মিয়ার স্বজনরা। সে একজন মানসিক রোগী।
তার পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের বৈদ্যের বাজার (সাত ভাইয়া পাড়া) গ্রামের মোঃ ধনু মিয়া মোল্লার পুত্র সবুজ মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে একজন মানসিক রোগী। হারিয়ে যাওয়ার পর তার আত্মীয়-স্বজন ও দেশের বিভিন্ন এলাকায় খোজাখুজির পর তার কোন সন্ধান পায়নি। সবুজের সন্ধানে তার বৃদ্ধ বাবা-মা আজ শয্যাশায়ী। সবুজের বড় ভাই দেলোয়ার, মিনার ও বিল্লাল হোসেনসহ আত্মীয়রা বিভিন্ন জায়গায় খোজ করছেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন, তবে তার বড় ভাই দেলোয়ার হোসেনের মোবাইল নাম্বারে ( মোবইল নাম্বার-০১৮১৯৫৪০৫৭১) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। উল্লেখ থাকে যে, সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।