নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের হাড়িয়া এলাকায় সরকারী রাস্তা দখল করে একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বিডিং নির্মাণের অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার ইউনিয়নের নব নির্বাচিত মেম্বার দেলোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন বাবু’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বাবুর শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া, হাড়িয়া বৌদ্ধপাড়া, হাড়িয়া চৌধুরীপাড়া, মানারবাগ এলাকার কয়েকশত লোকের জন্য প্রায় শত বছর আগে সরকারী ভাবে একটি রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তি এলাকার জনগনের চলাচলের সুবিধার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় রাস্তাটি পাকা করে দেয়। রাস্তাটি নির্মাণ করার ফলে রাস্তাটির সুফল ভোগ করে আসছিল স্থানীয়রা। হঠাৎ করে গত কয়েক দিন আগে একটি শিল্প প্রতিষ্ঠানের হয়ে বৈদ্যেরবাজার ৩নং ওয়ার্ডেরর ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু ও তার সাঙ্গ পাঙ্গরা রাস্তার দুই পার্শে রাস্তাটি দখল করে রাস্তার দুই পাশে বালূ ভরাট করে স্থানীয়দের বাঁধার মুখে রাস্তাটি দখল করে জোর পর্বক ভাবে রাস্তার উপরে প্রতিষ্ঠানের বিডিং নির্মাণ করারর জন্য পাইলিং করা হচ্ছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয়রা বাবু’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেও কোন প্রতিকার পাচ্ছে না বরং বাবু বিক্ষোভকারীদের বিভিন্ন ভাবে হামলা ও হুমকির ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অবশেষে স্থানীয় লোকজন বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকারের কাছে অভিযোগ করেন। অভিযোগ করার পর আলামিন সরকার তার লোকজন দিয়ে কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করলে দেলোয়ার হোসেন বাবু চেয়ারম্যানের বাঁধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার হুমকি দেন।
নাম না প্রকাশ করার শর্তে হাড়িয়া গ্রামের লোকজন জানান, দেলোয়ার হোসেন বাবু নির্বাচিত হওয়ার পরই বেপরোয়া হয়ে যান। ছোটখাটো ঘটনাকে সে বিশাল আকারে রূপ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তারা জানান শুধু ক্ষমতা নন তিনি নির্বাচিত হওয়ার একটি প্রতিষ্ঠানের পক্ষে গিয়ে গ্রামের ভেতরে মানুষের চলাচলের রাস্তাটিও খেয়ে ফেলেছেন। এ নিয়ে গ্রামবাসী বাঁধা প্রদান করলে গ্রামবাসীকে হামলা-মামলার হুমকি প্রদান করছেন। স্থানীয় চেয়ারম্যান বাবুকে কাজ বন্ধ করার জন্য অনুরোধ করলে তিনি চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষণ ইউপি সদস্য বাবুকে সরকারি রাস্তা ছেড়ে তাদের নিজেস্ব জায়গায় কাজ করার নির্দেশ দেই। সে আমার কথা কর্নপাত না করে কাজ অব্যাহত রাখে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বাবুর কাছে জানতে চাইলে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) তৌহিদ এলাহি বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানতে পেরেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করছি ।