নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সকল প্রকার নির্বাচনী প্রচারনা। প্রচারনা শেষ সময়ে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মিছিল-মিটিং করে ব্যস্ত সময় পার করেছেন। এ দিকে নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরজ্ঞামাদি পাঠানোর সমস্ত প্রকার কার্যক্রম সর্ম্পূন করেছেন।
জানাগেছে, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। আগামী ১৫ জুন সকাল ৮টা থেকে ভোট প্রদান শুরু হবে শেষ হবে বিকেল ৪টায়। এবার মোগরাপাড়া ইউনিয়নে ১২ কেন্দ্রে ৭০টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোগরাপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ২৩৪টি।