নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির পদ থেকে পদত্যাগের ঘোষনা দিলেন মোগরাপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
আজ সোমবার বেলা ১১টায় মোগরাপাড়া চৌরাস্তার একটি রেষ্টুরেন্টে সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষনা দিলেন।
সংবাদ সম্মেলনে আরিফ মাসুদ বাবু বলেন, আমার বাবা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামীলীগের এমপি ও মনোনীত হয়েছিলেন। আমিও সুনামের সাথে ১০ বছর ধরে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। রাজনৈতিক জীবনে দলের সুনাম নষ্ট হয় এমন কাজ তিনি কখনো করিনি। দল আমাকে মনোনয়ন দেননি তাতে আমার কোন দু:খ নেই। দল যাকে পছন্দ করেছে তাকে মনোনয়ন দিয়েছে। এতে আমার কোন দু:খ নেই। আমি মনে করি আমার কোন দূর্বলতা ছিল সে জন্য দল আমাকে মনোনয়ন দেয়নি। সে জন্য আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। দল থেকে পদত্যাগ করলেও তিনি আওয়ামীলীগের রাজনীতির আর্দশ থেকে বিচ্যুতি হবে না বলে জানান।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম জানান, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু আহবায়ক কমিটি থেকে পদত্যাগের বিষয়টি তিনি অবগত নন এবং পদত্যাগ পত্রের কোন চিঠি পাননি।