নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে একটি ঠিকাদারী কোম্পানীর ম্যানেজার ও অফিস সহকারীকে অপহরন করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সোহাগ রনি বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।
অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সোহাগ রনি উল্লেখ করেন, উপজেলার কামারগাঁও মেঘনা ইকোনোমিক জোনে তার ঠিকাদারী প্রতিষ্ঠান সুলতান কনষ্ট্রাকশন লিঃ দীর্ঘদিন যাবত ঠিকাদারী কাজ করে আসছেন। সম্প্রতি উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নির্দেশে এসকে সজিব, সুমন, শান্ত, মোঃ ফয়সাল, মুশফিকুর রহমান সিয়াম, রানা, ফয়সাল, সাগরসহ আরো ৫/৬ জন চাঁদাবাজ তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর বেলা তার ম্যানেজার জুয়েল ও অফিস সহকারী ইয়াসিন আরাফাতকে দুপুর বেলা সোনারগাঁ শপিং কমপ্লেক্সের সামনে থেকে জোড়পূর্বক অপহরন করে দুলালের বাড়ির বেলের মাঠে নিয়ে যায়। এসময় তারা জুয়েলকে মারধর করে তার কোম্পানীর নির্বাহী পরিচালক রিন্টুকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে।
এ ঘটনায় সুলতার কনষ্ট্রাশনের মালিক সোহাগ রনি বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি প্রতিবেদকের মোবাইল ফোনটি রিসিভ করেনি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, অপহরনের বিষয়ে একটি অভিযোগ নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোঃ ফয়সাল, মুশফিকুর রহমান সিয়াম নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।