নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলা আহবায়ক কমিটি থেকে পদত্যাগের পর এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষনা দিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। আজ সোমবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এক সভা শেষে তিনি সকলের অনুরোধে নির্বাচনী মাঠে লড়াই করার ঘোষনা দেন। এর আগে সকাল বেলা মোগরাপাড়া একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে উপজেলা আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন।
গত ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন চান আরিফ মাসুদ বাবু। অপরদিকে আওয়ামীলীগের মনোনয়ন চান জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি। গত শুক্রবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে আরিফ মাসুদকে বাদ দিয়ে সোহাগ রনিকে নৌকার মনোনয়ন দেন। ক্ষোভে আজ সোমবার সংবাদ সম্মেলন করে আরিফ মাসুদ বাবু আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।