নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বহুতল ভবন নির্মাণে পাইলিংয়ে শক্তিশালী হাইড্রলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ব্যবসায়ী ও মার্কেট মালিকগণ।
বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ৭টি ভবনের মার্কেট মালিক ও ব্যবসায়ীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় “প্রিন্সিপাল ১০০ প্লাজা” নামের একটি মার্কেটের ভবন নির্মাণে এ হাইড্রলিক মেশিন ব্যবহারের অভিযোগ তুলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈশা-খাঁ প্লাজার মালিক হাজী আমির আলী, জালাল টাওয়ারের কর্মকর্তা মেহেদি হাসান ইতু গাজী, রাজীব গাজী, রহমত ম্যানশনের মালিক সালাউদ্দিন জুয়েল, মাহফুজুর রহমান, দোকানদার বেলায়েত হোসেন, কামাল হোসেন, আল আমিন ও মনির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাশ্ববর্তী প্রিন্সিপাল ১০০ প্লাজার ভবন নির্মাণে হাইড্রলিক মেশিন ব্যবহার করে আমাদের মার্কেটগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরে গেছে। এর বিকট শব্দে আশেপাশের হাসপাতালের রোগী ও স্কুলে পড়ুয়াদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রচন্ড শব্দ দূষণ ও কম্পনে পার্শ্ববর্তী একটি প্রাইমারী স্কুলের কোমলমতি বাচ্চাদের মধ্যে ভূমিকম্পনের ভয় তৈরি হয়েছে যা তাদের মানসিক বিকাশকে ব্যাহত করবে।