নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফুটওভার ব্রিজ যানজটমুক্ত করতে এবার নিজে ফুটওভার ব্রিজে পরিদর্শনে গেলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। আজ বুধবার বিকেলে তিনি সরেজমিনে গিয়ে ফুটওভার ব্রিজের হকারদের সাথে কথা বলে তাদের অন্যত্র সরে যেতে তাদেরকে অনুরোধ করেন।
ফুটওভার ব্রিজ পরিদর্শনে কায়সার সাংবাদিকদের বলেন, সোনারগাঁবাসীর অনেক দিনের চাওয়া ছিল একটা ফুটওভার ব্রিজ। আমি প্রথম নির্বাচিত হওয়ার পর আমি প্রথম যে কাজটি করেছি সেটি হলো সোনারগাঁবাসীর জন্য একটি ফুটওভার ব্রিজের ব্যবস্থা করেছি। বর্তমানে সোনারগাঁয়ের কয়েক হাজার লোক প্রতিদিন ফুটওভার ব্রিজটি ব্যবহার করে। ফুটওভার ব্রিজটি হওয়াতে সোনারগাঁয়ের মানুষ সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। কিন্তু গত ১০/১২ বছরে কিছু অসাধূ ব্যবসায়ী ফুটওভার ব্রিজটিকে বাজার তৈরী করে ফেলেছে। ফলে ওভার ব্রিজটি দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। আমি নির্বাচিত হওয়ার পর বলেছিলাম জনগনের চলাচলের ফুটওভারটি জনগনের চলাচলের জন্যই থাকবে। এখানে কোন দোকান বসতে দেয়া হবে না সেটা আমি করেছি কিন্তু গত দুদিন ধরে আমার হকাররা দোকান তৈরী করে বসেছে। এই খবর পেয়ে আমি নিজে এসে হকারদের সাথে কথা বলে তাদের দোকান সরিয়ে নিতে বলেছি এবং আমরা এসব হকারদের অন্যত্র বসানোর জন্য একটি পরিকল্পনা করছি। অতি শ্রীঘই তাদের পুর্নবাসনের ব্যবস্থা করে দিবো।