নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান উপজেলা আহবায়ক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেনের রুহের মাগফেরা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায়াত নেতা মোশারফ হোসেনের পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে মোগরা হাই স্কুল মাঠে আজ বাদ আছর এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবদুল্লা আল কায়সার হাসনাত, উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির হোসেন, সাবেক ছাএনেতা বাংলাদেশ আওয়ামিলীগ গবেষণা উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, মোশারফ হোসেনের ছেলে তানহা হোসেন, সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনেরর ছেলে এরফান হোসেন দীপ, মারুফ মিনহাজ, মাশরুফ মিনহাজ, নাবেদ মিনহাজ, পৌরসভা মেয়র পদপ্রার্থী গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মো সোহাগ রনি, ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।