নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের মেম্বার পদপ্রার্থী আশরাফ প্রধানের দুই সমর্থককে পিটিয়ে আহত করেছে বর্তমান মেম্বার সেলিম প্রধানের লোকজন। আহত দুই সমর্থককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুরে প্রতাবের চর এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, আজ বুধবার সন্ধ্যায় মেম্বার পদপ্রার্থী আশরাফ প্রধানের দুই সমর্থক আলী নুর ও হাসান সন্ধ্যার দিকে মেঘনা শিল্পাঞ্চল বাসষ্ঠ্যান্ডে যাওয়ার পথে সেলিম মেম্বারের বাবা আলী আকবর, সামসু ও বিল্লাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের দুজনের উপর হামলা চালিয়ে পিটিয়ে আলী নুরের মাথা ও হাসানের হাত ভেঙ্গে ফেলে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত আলী নুর ও হাসানকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ইউপি সদস্য সেলিম রেজা জানান, আমি নির্বাচনী গণসংযোগে ছিলাম। পরে শুনততে পারলাম মারামারি হয়েছে। যা অত্যান্ত দু:খ জনক।