• সন্ধ্যা ৭:০৮ মিনিট বুধবার
  • ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • ঋতু : বসন্তকাল
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
হাফেজদের সংবর্ধনা ও সন্মাননার প্রদান বন্দরে সংঘর্ষের ঘটনায় সোনারগাঁয়ের চার যুবক গ্রেপ্তার নানা কর্মসুচির সাবেক রাস্ট্রপতি এরশাদের জম্মদিন পালন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আলট্রাসগ্রাম সেবা উদ্ধোধন. সোনারগাঁয়ে জাতীয় পার্টি এখন অনেক সুদৃঢ় ও শক্তিশালী… এমপি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগোলি নিহত-১ বৈদ্যেরবাজারে নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন স্কুল ব্যাগে মিলল ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকীতে কালামের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল সোনারগাঁয়ে খেলার মাঠে মিললো নারীর গলাকাটা মরদেহ স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা বিকাশের বিকল্প নেই. ইঞ্জি: মাসুম আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ. এমপি লিয়াকত হোসেন খোকা গ্রেপ্তার আতঙ্কে ঘর ছাড়া পানামের ৬ গ্রামের পুরুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে–এমপি খোকা সোনারগাঁয়ে রূপগঞ্জের যুবকের মৃত দেহ উদ্ধার সোনারগাঁয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বাষির্কী পালিত সোনারগাঁয়ে ১৮দিন পার হলেও উদ্ধার হয়নি অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী ফাতেমা সোনারগাঁয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁয়ে তিতুমীর শিক্ষার্থীদের ওপর হামলায় মামলা, আসামি ১৫০
মোগরাপাড়ায় মা-মেয়েকে ধর্ষনের ভয় দেখিয়ে অর্থ আদায় ও মোবাইল ছিনতাই

মোগরাপাড়ায় মা-মেয়েকে ধর্ষনের ভয় দেখিয়ে অর্থ আদায় ও মোবাইল ছিনতাই

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে গোহাট্টা গ্রামে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে জোড়পূর্বক আটকে রেখে মায়ের সামনে মেয়েকে শীলতাহানী ও ধর্ষণের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় জানাজানি হওয়ার পর নির্যাতিন মা-মেয়ে যাতে আইনের আশ্রয় না নেয় সেজন্য এলাকার বখাটেরা মিলে হুমকি অব্যাহত রেখেছে। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি শুনেছি, অপরাধীদের ধরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা কাজ করছেন।

সুত্র জানায়, কুমিল্লা এলাকার এক পরিবার গোহাট্টা এলাকায় দীর্ঘদিন তার পরিবার নিয়ে বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ভাড়াটিয়ার এক স্কুল পড়ুয়া মেয়ে পাইভেট পড়ে সন্ধ্যার দিকে গোহাট্টা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে তার সহপাঠির সাথে বাড়ি ফিরছিল। গোহাট্টা মসজিদের সামনে আসলে একই গ্রামের ড্রাইভার দুলালের ছেলে দিহান তার বন্ধু ইবান তানবির গোহাট্টা মসজিদের পিছনে তাদের পথরোধ করে পাশের পরিত্যক্ত একটি বালুর মাঠে নিয়ে যায়। এসময় বখাটেরা ফোন কওে সামীর, অপু ও জিসান নামে তার আরো ৩জন বন্ধুকে সেখানে নিয়ে আসে। পরে তারা স্কুল পড়ুয়া মেয়ে ও তার বন্ধুকে অনৈতিক কাজের অপবাধ দিয়ে তাদের কাছে অর্থ দাবি করে বন্ধুকে মারধর করে ছাত্রীর মাকে ফোনে ডেনে সেখানে নিয়ে আসে। ছাত্রীর মা সেখানে আসলে বখাটেরা মায়ের সামনে ছাত্রীকে শীলতাহানীর চেষ্টা করে এবং ২০ হাজার টাকা না দিলে মায়ের সামনে তার মেয়েকে গণধর্ষণ করে ছাত্রীর বন্ধুর সাথে বিয়ে পড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে। এসময় ছাত্রীর মা বখাটেদের পায়ে ধরে এতো টাকা দিতে পাবে না বলে মাফ চায়। অপরদিকে বখাটেরা ছাত্রীর বন্ধুটিকে মারধর করে তার বাড়ীতে ফোন করে জানায় তার ছেলে চিটাগাং রোড এলাকায় একটি মেয়ের সাথে অনৈতিক কাজ করার সময় তারা হাতেনাতে আটক করেছে। এখন ২০ হাজার টাকা বিকাশে পাঠালে তাকে ছেড়ে দিবে নয়তো তাকে মেরে ফেলবে। এ কথা শোনার পর বন্ধুর বড় ভাই তাৎÿনিক বিকাশে ২ হাজার টাকা পাঠিয়ে দেয় বখাটেদের মোবাইলে। এরপর বাকি টাকা দিচ্ছি বলে বিভিন্ন ভাবে তার ভাইকে খোঁজার চেষ্টা করে। এভাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্ত মা-মেয়ে ও মেয়ের বন্ধুকে আটকে রেখে দাবীকৃত টাকা না পেয়ে তাদের কাছে থাকা দুটি এ্যান্ডরোয়েড মোবাইল ফোন রেখে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে ছেড়ে দেয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুর ইসলাম জানান, মা মেয়েকে জিম্মি করার বিষয়টি আমি জেনেছি। বখাটেদের ধরে সর্বোচ্চ শা¯িÍর ব্যবস্থা করার জন্য পুলিশ কাজ করছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution