নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি গ্রামে রিক্সাচালকের বাড়িঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী রিক্সাচালক নিরাপত্তাহীনতার কারণে কোন অভিযোগ করতে পারছেনা বলে জানিয়েছেন।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
রিক্সাচালক করিমুল্লাহ ও সমিমুল্লাহ জানান, তারা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি গ্রামে পৈতৃকসম্পত্তি ভোগ করে বসবাস করে আসছিলেন। কিছু আগে একই এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে আরিফ তাদের বাড়িটি নিজের বাড়ি দাবি করে জোড় জুলুম করে আসছে। এ ঘটনায় রিক্সাচালক দুই ভাই নারায়ণগঞ্জ কোর্টে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন যাহা চলমান রয়েছে। এরই মধ্যে আজ শনিবার সকাল ৭টার দিকে আরিফের নেতৃত্বে রতন, আফজাল ও সন্ত্রাসী আলালসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাকু, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে রিক্সা চালক করিমুল্লাহ সলিমুল্লাল বাড়িতে আক্রমন করে তাদের পিটিয়ে তাদের টিনের ঘরেরর টিনগুলো কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় আশপাশের লোকজন তাকিয়ে দেখলে কেউ প্রতিবাদ করতে আসেননি।
রিক্সাচারক করিমুল্লাহ ও সলিমুল্লাহ জানান, আমরা পৈতৃকসৃত্রে বাড়িটিতে বসবাস করে আসছি। হঠাৎ করে আরিফ আমাদের বাড়িটি তাদের সম্পতি বলে আমাদের জোড়জুলুম করে তুলে দিতে যাচ্ছে। সেজন্য আজ সকালে আমাদের পিটিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। আমরা ভয়ে প্রতিবাদ করতে পারছিনা। থানায়ও অভিযোগ দিতে ভয় পাচ্ছি আবার যদি তারা আমাদের মারধর করে। তারা জানান আমরা গরীব রিক্সাচালক বলে আমাদের পাশে কেউ দাড়াচ্ছেনা। আমরা এখন আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া কিছুই করতে পারছিনা।
এ ব্যাপারে আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনটি রিসিভ করেননি।