নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ করোনা ভাইরাস আতংকে গত ৪দিন ধরে উপজেলার বিভিন্ন বাজার ও মার্কেটে নিত্য অপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম অস্থিতিশীল থাকার পর আজ থেকে কমতে শুরু করেছে।
আজ শনিবার থেকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্য পন্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম।
গত কয়েকদিন ধরে বাজার অস্থিতিশীল হওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রন রাখতে উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা মাঠে নেমেছেন। তাদের তদারকি ও ক্রেতারা কম কিনতে শুরু করায় পন্যের বাজার কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।
সকালে মোগরাপাড়া বাজার ঘুরে দেখা যায়, পিয়াজের মুল্য ৫০ টাকা যা ছিল ৮০ টাকা, আলুর মুল্য ২০ টাকা, চিনি ৬৫ টাকা, দেশী মশারী ডাল ১০০ টাকা, চাউল বিআর২৮ ২০২০ টাকা, মিনিকেট ২৬০০, নাজিরশা ২৫০০ টাকা সোয়াবিন তেল ৪৮০ টাকা, তবে দাম কমেনি রসুনের রসুনের দাম ১২০ টাকা, আদা ১৬০ টাকা তবে দাম বেড়েছে মসলার।
ক্রেতারা জানান সকল আতঙ্ক কাটিয়ে তারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু কিনছে ফলে দোকানদাররা বেশী দামে পন্য বিক্রি করতে পারছেনা। তারা আরো জানান, প্রশাসনের লোকজন বাজার নজরদারী বাড়ানোর কারনে জেল ও জরিমানার ভয়ে দোকানদাররা বেশী দাম রাখতে সাহস পাচ্ছে না।
অপরদিকে বিক্রেতারা জানান করোনা আতঙ্কে মানুষ হুমড়ি খেয়ে দ্রব্য সামগ্রী কেনায় কারনে বাজারে পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। এখন চাহিদা কম থাকায় দামও কমে গেছে।