নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এ কিশোরীকে জোড়পূর্বক ধর্ষন করা অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।গতকাল বুধবার রাতে মোগরাপাড়া বাড়ী মজলিশ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিক মোঃ আবু বকর সিদ্দিক ওরফে মানিককে আটক করেছে পুলিশ।
ধর্ষক আবু বকর সিদ্দিক মাদারীপুর জেলার কালকিনি থানার কালাই সরদারচর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে।
মামলার এজাহারে কিশোরীর মা উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউপির বাড়ী মজলিশ গ্রামে তার পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন। গত এক মাস আগে তার মেয়েকে ইটালী প্রবাসী ফজল আলীর ভাড়াটিয়া হানিফ মিয়ার ছেলে মোঃ আবু বকর সিদ্দিক ওরফে মানিকের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গতকাল বুধবার রাতে তিনি ব্যক্তিগত কাজে বাহিরে গেলে আবু বকর সিদ্দিক তার মেয়েকে ফোন করে মানিকের ভাড়াটিয়া বাড়িতে যেতে বলে। সেখানে গেলে মানিক তার বন্ধু হাবিবের সহায়তায় ভাড়াটিয়া বাড়ির ছাদে নিয়ে তার কিশোরী মেয়েকে জোড়পূবর্ক ধর্ষন করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক মানিককে আটক করে পুলিশে সোর্পদ করে। এসময় ধর্ষক মানিকের সহযোগী হাবিব পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতার মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, কিশোরীকে ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।