নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় ঈদের দিন শাশুরির বাড়িতে বেড়াতে এসে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে জহিরুল ইসলাম নামের এক জামাই ও তার বন্ধু। এ ঘটনায় ওই জামাইয়ের শাশুরী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শাশুরী ছাকিরুন নেছা উল্লেখ করেন, তার মেয়ে রনি আক্তারের জামাই জহিরুল ইসলাম ও তার বন্ধু কালাম ঈদের দিন সকালে তার মোগরাপাড়া মাধবপুর তার বাড়িতে বেড়াতে আসেন। এসময় তিনি রান্নার কাজে রান্না ঘরে গেলে তার মেয়ের জামাই ও বন্ধু লোহার সাবল দিয়ে স্টিলের আলমারী ভেঙ্গে ১০ ভরি র্স্বনালংকার নগদ ও ১ লাখ টাকা নিয়ে দ্রুত মোটর সাইকেলে করে পালিয়ে যায়। তাকে না বলে জহিরুল ইসলাম ও তার বন্ধু চলে যাওয়ায় বিষটি তার সন্দেহ হলে তিনি দৌড়ে ঘরের ভেতর এসে দেখতে যান তার আলমারি ভাঙ্গা জিনিসপত্র এলোমেলো। এ ঘটনায় সোমবার সকালে ছাকিরুন নেছা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত জামাই জহিরুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দ্বীপপুর ইউনিয়নের বল্লবপুর গ্রামের কাদির মন্ডলের ছেলে। সে বন্দর থানার মদনপুর ফুলর এলাকার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।