নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউপিতে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়া মন্দিরে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
শনিবার ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়ে গুরুপূজা, ভগবত পাঠ, ভজন-কীর্তনসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে মহা সমারোহে রথযাত্রা উদযাপিত হয়। দেশের সুনাম ধন্য পন্ডিত সুধুর রন্ধন চক্রবর্তী রথ যাত্রা পরিহিত করেন।
বিকেল চারটায় শ্রী শ্রী গৌরাঙ্গ নিতাই আখড়া থেকে জগন্নাথ দেবের রথযাত্রার মহা শোভাযাত্রা শুরু হয়।
মহা শোভাযাত্রায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়াামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল ।
রথযাত্রায় হাজার ভক্ত সমাগমে সরগম কয়েকশ’ বছরের শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার রথযাত্রার আড়ম্বর রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়। উক্ত রথ যাত্রায় আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার সভাপতি লোকনাথ দত্ত, গোপাল মিত্র রামপ্রসাদ, সঞ্জীবন দাস, রঞ্জিত দাস বংশী, ভানু ভ্রমন, সুবাস চক্রবতী, রতন ধর ও ত্রোপাশীল।