নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার একটি ফ্লাট থেকে ৩ পতিতাসহ ৬ খদ্দেরকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চেšরাস্ত এলাকার ৪র্থ তলার একটি ভাড়া ফ্লাট থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো বৈদ্যেরবাজার ইউপির হাড়িয়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, একই ইউপির মামরকপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাচ্চু মিয়া, হাড়িয়া গ্রামের এসহাক আলীর ছেলে কবির হোসেন, সনমান্দির আলমদী গ্রামের সাইদ মিয়ার ছেলে সাকিব কাওছার, বারদী ইউপির বাগেরপাড়া গ্রামের মৃত আঃ রশিদ মিয়ার ছেলে রুহুল আমিন, আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হারিস মিয়ার ছেলে কাউছার।
এসময় মাজিয়া (২৫), শান্তা (২২) ও স্বপনা (২৫) নামের তিন পতিতাকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আব্দুর হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার মোগরাপাড়া এলাকায় একটি চার তলা বিডিংয়ে ৪র্থ তলায় ফ্লাট ভাড়া নিয়ে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাহির থেকে পতিতা এনে দেহ ব্যবসা চালাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ওই বিডিংয়ে অভিযান চালিয়ে ৩ পতিতাসহ ৬ খদ্দেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল রবিবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হবে।