নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ৫ লাখ টাকাসহ নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।আজ রাত নয়টার দিকে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে আজ রবিবার ১১ টার দিকে ব্যবসায়ী মাহফুজ মিয়া তার ব্যবসাপ্রতিষ্ঠান সোনারগাঁও শপিং কমপ্লেক্স থেকে পাঁচ লাখ টাকা নিয়ে মোগরাপাড়া বাজার চৌরাস্তার কাঁচাবাজার এলাকায় শাহাবুদ্দিন শপিং কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ব্যাংক এ যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এই ঘটনায় তার পরিবার থেকে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে রাত ৯টায় লোক মারফত শুনতে পান বন্দর উপজেলা জাঙ্গাল বাসস্ট্যান্ড একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ব্যবসায়ী মাহফুজের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী মাহফুজকে শনাক্ত করে।
নিখোঁজ ব্যবসায়ী ছোট ভাই আরিফ হোসেন জানান, রবিবার রাত নয়টার দিকে লোক মারফত শুনতে পান জাঙ্গাল বাস স্ট্যান্ড এলাকায় একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গিয়ে মাহফুজকে অচেতন অবস্থায় সনাক্ত করি। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা তাকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে অপহরণ করে মারপিট করে তার কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে গিয়ে তাকে জাঙ্গাল ফেলে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞান বিষয়ে বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত ব্যবসায়ী মাহফুজ মোগরাপাড়া ইউনিয়নের নেতারা গ্রামের মৃত তাজুল ইসলাম মেম্বারের ছেলে।