নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দূষণমুক্ত নদীর দাবিতে গণগোসল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রীজ এলাকায় এ গণগোসল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে “গণগোসল” ও প্রতিবাদ সভা এর আয়োজন করা হয়। এ ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সদস্য, নদী পাড়ের মানুষ, পরিবেশকর্মী, গবেষক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন। প্রতিবাদ সভা শেষে নদীর ধারে বৃক্ষ রোপন করা হয়।
ব্রহ্মপুত্র নদের পানিকে গোসলের উপযোগী করা, দূষণমুক্ত পরিবেশ তৈরি এবং ব্রহ্মপুত্র নদ দূষণের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য ‘ব্রহ্মপুত্র নদে গণগোসল’ ও প্রতিবাদ সভার আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সনমান্দী জন কল্যাণ পরিষদ, মারবদী সাহেব পাড়া যুব কল্যাণ সংঘসহ বিভিন্ন্ সামাজিক সংগঠন।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়র মাসুম আকন, বন্দর উপজেলা শাখার সহ-সভাপতি, কাজী আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, সদস্য সুজন, বন্দর আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষায়ক সম্পাদক হাজী আবুল কাশেম, সনমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবে মেম্বার মো. রুহুল আমীন সরকার, যুবলীগ নেতা মো. শওকত। সনমান্দী জন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহম্মেদ, সভাপতি হাসানুজ্জামান কিরন, মারবদী সাহেব পাড়া যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিমরাজ হোসেন, অলিপুরা ব্রিজ পেইজের এর এডমিন হাসানুজ্জামান সৌরভ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, ‘কল-কারখানার রাসায়নিক বর্জ্য, গৃহস্থালির বর্জ্য, চিকিৎসা বর্জ্য, পয়োনিষ্কাশন, মৃত প্রাণী, প্লাস্টিক ও তেল ব্রহ্মপুত্র নদকে প্রতিনিয়তই দূষণ করে যাচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্রহ্মপুত্র নদ প্রাণহীন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদকে বাঁচিয়ে রাখতে হবে।