নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না দেওয়ায় এক গরু ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় ব্যবসায়ী মোঃ বাবুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, মৃত মোসলেম মাস্টারের ছেলে সাইদুল (৪৫) এবং মৃত বারেকের ছেলে কাইউম (৫৫) নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী বাবুলের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাবুলকে ৫ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে বাবুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত বাবুলকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া সন্ত্রাসীরা বাবুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, ১২ লাখ টাকার ৫টি ষাড় গরু এবং ৫ লাখ টাকার ২টি গাভী লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।