জানা যায়, উপজেলার দড়িকান্দি বাসট্যান্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী অংশে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯) নিয়ে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল মাইনউদ্দিন। এসময় দ্রæতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে দ্রæতগতিতে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাস্তায় ছিকটে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।