সোনারগাঁ উপজেলার অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবত শক্তিশালী ড্রেজারের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করায় অলিপুরা সেতু হুমকির মুখে পতিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া এই অবৈধ বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষকদের ফসলি জমি ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের জরুরী পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবত শক্তিশালী ড্রেজারের সাহায্যে অলিপুরা সেতুর মাত্র কয়েক’শ গজ দক্ষিনে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে বিক্রি করে আসছে। এতে অলিপুরা সেতুটি হুমকির মুখে পতিত হয়েছে এবং আশপাশের কৃষকদের ফসলি জমি ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারি প্রকৌশলী হাসান আহমেদ বলেন, ব্রহ্মপুত্র নদের শম্ভুপুরা ও লাঙ্গলবন্দের কিছু এলাকায় বৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছে। তবে অলিপুরা এলাকায় বালু উত্তোলণের কোন ইজারা দেওয়া হয়নি। ওখানে কেউ বালু উত্তোলণ করলে তা সম্পূর্ণ অবৈধভাবে করছে। এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।