নিউজ সোনারগাঁ২৪ডটকম:
পূর্ব শত্রুজার জের ধরে সোনারগাঁ উপজেলায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলার সনমান্দি ইউপির কান্দাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহতরা হলেন সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের আলমের ছেলে মানিক (১৬) ও কাশেমের ছেলে যুবরাজ (১৭)।
তারা দুজন বুধবার রাতে উপজেলার মোগরাপাড়া চেšরাস্তা থেকে বাড়ি ফেরার পথে কান্দাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে সামু ডাকাত ও দেলোয়ার বাহিনীর সদস্যরা তাদেরকে একা পেয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। এসময় তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ইউপি মেম্বার ফিরোজ মিয়া আরো জানান, সনমান্দী ইউনিয়নের মারুবদী গ্রামের ঝর্ণা আক্তার নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকার বাল্য বিবাহে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত পহেলা এপ্রিল মৃত আফতার উদ্দিনের ছেলে সামু ডাকাত ও তার সহযোগি মৃত কালুর ছেলে দেলোয়ারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা আমার ২ ভাইসহ মোট ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছিলো। এসময় তারা আমাদের ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। পরে এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হলে পুলিশ সামু ডাকাতের স্ত্রী লুৎফা মেম্বারনী ও ওমর নামে অপর এক আসামীকে গ্রেফতার করে। ওই মামলার আসামীরা পরে জামিন পেয়ে এলাকায় ফিরে এসে আমাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। এরই সূত্রধরে বুধবার রাতে তারা মানিক ও যুবরাজকে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত সামু ও দেলোয়ার উক্ত হামলার সঙ্গে তারা জড়িত নন বলে দাবি করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, মানিক ও যুবরাজ নামে ২ যুবকের উপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।