নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে সুমন (১৭) নামের এক প্রতিবন্ধি ও তার মাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।শনিবার সকালে বাবুরকান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবন্ধি সুমনের মা সাফিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সাফিয়া বেগম উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর প্রতিবন্ধি ছেলে সুমনকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করে আসছেন। শনিবার সকালে একই এলাকার তোফাজ্জল তাকে না বলে তার বাড়িতে একটি বৈদ্যুতিক খাম্বা বসায় এতে বাধা দেওয়ায় তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কামাল হোসেন, আলী হোসেন, মতিন ও মনোয়ারা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাফিয়া বেগম ও তার প্রতিবন্ধি ছেলে সুমনকে পিটিয়ে আহত করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহত সাফিয়া ও তার ছেলে সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। এ ঘটনায় সাফিয়া আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।