নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে এমদাদুল হক (৫৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার ভোরে তাকে হত্যা করে লাশ চৌধুরীগাঁও গ্রামের একটি পরিত্যক্ত স্থানে ফেলে গেছে দৃবৃর্ত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
নিহত শ্রমিক এমদাদুল হক (৫৫) নীলফামারী জেলার মুন্সিপাড়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামে মোক্তার হোসেনের বাড়িতে থেকে ইমদাদুল হক বিভিন্ন জায়গায় ডেইলী লেবার হিসেবে শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় এমদাদুল শনিবার ভোর রাতে সেহারী খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকালে চৌধুরীগাঁও গ্রামের একটি পরিত্যক্ত স্থানে এলাকাবাসী এমদাদুলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা ভোর রাতে কোন এসময় দুবৃর্ত্তরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।