নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় নির্বাচন শেষে ফেরার পথে শম্ভুপুরা ইউনিয়নের চরহোগরা এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ তিন জনের মধ্যে একজন নারী আনসার সদস্যের লাশ খুঁজে পেলেও এখনো নিখোঁজ রয়েছে প্রিজাইডিং অফিসার ও ইউনাইটেড কমিশিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন ও পুলিশের পিএসআই সেলিম। গত ২ দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ২টি ইউনিট ও সোনারগাঁ থানা পুলিশ একটি দল ঘটনাস্থল ও তার আশপাশের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে এখনো তাদের সন্ধান মেলাতে পারেনি। এদিকে, তাদের নিখোঁজ ২ জনের সন্ধান না পেয়ে সন্ধ্যায় আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করেছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানিয়েছেন তাদের উদ্ধার করার জন্য আরো ২/১দিন অভিযান চলবে।