নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসাইন ও সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হোসাইনের বিরুদ্ধে জামায়াত ইসলামী নেতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে সাদিপুরের কোনাবাড়ি সড়কে শত শত নারী-পুরুষ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার জামাতে ইসলামীর রোকন আবু জাফরের নেতৃত্বে তার ভাগিনা জামাতে ইসলামীর র্শীষ নেতা আবু বক্কর, আব্দুল হাই, ফারা জুবায়ের এলাকায় র্দীঘদিন ধরে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমে বাঁধা দেওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাকির হোসাইনের সাথে র্দীঘদিন ধরে বিরোধ চলচ্ছে। এ জের ধরে সাম্প্রতি সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসাইন ও সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হোসাইনের বিরুদ্ধে জামাতে ইসলামীর নেতা আব্দুল হাই বাদি হয়ে মামলা দায়ের করেন। ঐ মিথ্যা মামলা প্রত্যাহারের করে জামাতে ইসলামী নেতা আবু জাফর, আবু বক্কর, আব্দুল হাই ও ফারা জুবায়েরদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান তারা।