নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের প্রঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি দবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দবির উদ্দিন ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী শওকত করিম ভূঁইয়া প্রিন্স, বিয়াসাদ করিম ভূঁইয়া হৃদয়, ইসরাত করিম ভূঁইয়া উদয়, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী, সোনারগাঁ প্রেস ইউনিটি’র সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো. ফারুক হোসাইন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাইনউদ্দিন, রমজান আলী প্রধান, অজুফা আক্তার, আমগাঁও বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সভাপতি নয়ন ভূঁইয়া, মোঃ জাঙ্গীর প্রধান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, হামিদ মোল্লা, আব্দুর রশিদ, শুপত্তি রানী, আবু বক্কর, জসিম মিয়া, মফিজ উদ্দিন প্রমূখ।
প্রতিষ্ঠাতা ও সভাপতি দবির উদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে তার পাশাপাশি অভিভাবকদেরও সহযোগীতা করতে হবে। বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবকিছু করা হবে। ইতিমধ্যে বিদ্যালয়ের সীমানা প্রচীরসহ বিভিন্ন উন্নয়নমূল কাজ চলমান রয়েছে।