নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ঐতিহাসিক নয়াপুর মাঠে ৪৩তম ইসলামী মহাসম্মেলন ৮দিন ব্যাপী ৬ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শুক্রবার শেষ হবে। এ মহাসম্মেলন নয়াপুর ঐতিহাসিক ইসলামী সম্মেলন মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৪ হতে গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা চলবে।
এ মহাসম্মেলন উদ্বোধন করবেন পরমেশ্বরদী মাদ্রাসার পরিচালক শাইখুল হাদীস মাওলানা মুফতী মোঃ হাতেম। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নয়াপুর ইসলামী মহাসম্মেলন কমিটির সভাপতি রকিবুর রহমান খাঁন মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন। সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নয়াপুর ইসলামী মহাসম্মেলন কমিটির সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা ।
প্রথম দিন মহাসম্মেলনে দ্বীনি আলোচনা করবেন, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, খতীবে আজম,মুনাযিরে ্ইসলাম, সিলেট। অন্যানদের মধ্যে আলোচনা করেন হযরত মাওলানা মুফতী মর্তুজা হাসান মাসুম ফয়েজী খতীব,সোসাইটি জামে মসজিদ,গুলশান-২ ঢাকা ও হযরত মাওলানা আব্দুল কবির কাসেমী মুহাদ্দিস ,মাদরাসায়ে দারুল উলূম, মিরপুর ঢাকা। প্রতিদিন দ্বীনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআনগন।