• রাত ১:১৯ মিনিট শনিবার
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট সোনারগাঁ ইন্টার স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন (বিসকা) এর বৃত্তি পরীক্ষা শুরু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীসহ ১২ জনের মনোনয়নপত্র জমা সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার উদ্ধার সোনারগাঁয়ে এক দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার ট্রাকে আগুন: পিতা-পুত্রকে প্রধান আসামী করে ১৪ জনের নামে মামলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এএইচএম মাসুদ দুলাল মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি কায়সার হাসনাত জাতীয়পার্টিরর মনোনয়নপত্র জমা দিলেন লিয়াকত হোসেন খোকা নুনেরটেকে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৭ মোগরাপাড়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন কায়সার হাসনাত স্বতন্ত্র ও তৃনমুল বিএনপি থেকে আরো দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁয়ে অবরোধের পক্ষে বিপক্ষে মাঠে নেই কোন দল রাতের আধারে সিএসজিতে এসে ট্রাকে আগুন দিলো দুবৃর্ত্তরা বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৪,মোটর সাইকেল জব্দ সোনারগাঁয়ে আওয়ামী-জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ লিয়াকত হোসেন খোকা মনোনয়ন পাওয়ায় পৌর জাতীয়পার্টির আনন্দ মিছিল দলীয় মনোনয়ন পেয়েই জমে উঠেছে নির্বাচন
যে কারণে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি নিয়ে মারামারি

যে কারণে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি নিয়ে মারামারি

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত ২৮ মার্চ তারিখে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহন করে। নির্বাচনকে কেন্দ্র করে ভোট গননাকালে বিদ্যুৎ চলে গেলে ব্যালট পেপার ছিনতাই চেষ্টাকালে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। দুই পক্ষের মারামারিতে প্রায় ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে গত ২৮ মার্চ নতুন ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক সভাপতি আলী হোসেন একটি প্যানেলে নির্বাচন করেন। অপরদিকে, আবুবক্করে নেতৃত্বে আরেকটি প্যানেল দেন। আবুবক্করের প্যানেলের নেতৃত্ব দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ও জামায়েত নেতা আবু জাফর। প্রতিটি প্যানেলে একজন মহিলাসহ ৫ জন প্রতিদ্বিন্দ্বিতা করেছেন। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করবেন শিক্ষকরা। কিন্তু নির্বাচনকে ঘিরে প্রথম থেকেই দুই প্যানেলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল যা নির্বাচনের দিন দুই পক্ষের সংর্ষষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে আলী হোসেনের পক্ষে নির্বাচনে অংশ গ্রহন করেন সাদেক, মোহাম্মদ এসহাক, তািইজুল ইসলাম মেম্বার, আমির হোসেন, আবুল কালাম আজাদ ও মহিলা প্রতিনিধি হামিদা কবির মুক্তা।

আবুবক্করের প্যানেলে নির্বাচন করেন ইকবাল প্রধান বাচ্চু, মনির হোসেন মেম্বার, ফাইজুল হাসান, আব্দুর হক ও মহিলা প্রতিনিধি রাজিয়া সুলতানা।

নাম না প্রকাশ করার শর্তে একজন শিক্ষক জানান, ম্যানেজিং কমিটির নির্বাচনে মুলত বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে দ্বন্ধ দেখা দেয়। তিনি জানান, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের চাকরী মেয়াদ শেষ হবে ৩মাস পর। তার অবসরে যাওয়ার পর তার সহকারী শিক্ষক তোবারক হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানানোর জন্য তিনি আলী হোসনের কাছে প্রস্তাব রাখেন। তখন আলী হোসেন জানান তিনি নতুন করে যোগ্যতা অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ নিবেন। কিন্তু এতে নারাজ ছিলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রধান। যদিও আলী হোসেন নির্বাচনের স্বার্থে প্রধান শিক্ষকের বিষয়টি বিবেচনা করবেন বলে প্রধান শিক্ষককে রফিকুল ইসলামসহ সহকারী শিক্ষক কবির হোসেন, ফজলুল হক, তয়ন বাবু, লাবলী আক্তার তার পক্ষে নিয়ে আসেন। অপরদিকে আবুক্করের পক্ষে ছিলেন, সামসুন্নাহার, কামরুন্নাহার, আজিজ মাষ্টার, জাকির মাষ্টার, শাহজালাল মাষ্টার থাকেন আবু বক্করের পক্ষে।

এদিকে নির্বাচন ক্ষনিয়ে আসার পর প্রধান শিক্ষক আলী হোসেনের কথায় আস্থা রাখতে পারেননি। সেজন্য তিনি গোপনে তোবারক হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানানোর জন্য গোপনে আবুবক্করের পক্ষে চলে যান। সে জন্য প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবুবক্কর প্যানেলকে জেতানোর জন্য অন্যান্য শিক্ষকদের নিয়ে গোপনে কাজ করেন।

সুত্র জানান, নির্বাচন চলাকালীন সময়ে প্রধান শিক্ষক জেলা পরিষদের সদস্য নুরে আলম খাঁন ও সাত খুন মামলার আসামী নুর হোসেনের ভাই জজ মিয়াসহ ৫জন ব্যক্তি স্কুলে প্রবেশ করেন। সেখানে তারা স্কুলের শিক্ষক আজিজ, জাকির, শাহাজালাল, সামসুন্নাহার ও কামরুন্নাহারকে সাথে নিয়ে ভোট কক্ষে নিয়ে জোড় পুর্বক প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করেন। এসময় তারা দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার চান তখন প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট পেপার দিতে অস্বীকৃতি জানান। এ খবর ছড়িয়ে পড়লে স্কুলের বাহিরে থাকা দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে নুরে আলম খাঁন ও জজ মিয়া দীর্ঘ সময় বাহিরে অবস্থান নেন।

ভোট শেষে ভোট গননার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আবুবক্কর প্যানেলের মনির মেম্বার ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে শুরু হয় দুপক্ষের মারামারি। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষের পরের দিন উভয় পক্ষ দুটি মামলা দায়ের করেন। এদিকে নির্বাচন নিয়ে সংঘর্ষের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং সাইফুল ইসলাম প্রধান নির্বাচন বাতিল ঘোষনা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution