নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নয়াপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল-আমিন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন, আসাদুর রহমান আসাদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা নয়ন ভূঁইয়া, রমজান আলী প্রধান, আক্তার হোসেন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর, মাসুম হোসাইন, রাসেল মাহমুদ, জুয়েল প্রমূখ।