নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কারণে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া কর্মহীন মানুষকে সোনারগাঁ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’শতাধিক পরিবারের মাঝেিএনব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের দুস্থ-অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি , ডাল, আলু, পিয়াজ, তৈল, খেজুর ও ছোলা ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আঃ রহিম , সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুব আলী, সাদিপুর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক পিয়ার আলী, সমাজ সেবক কাজী ফজলুল হক , সামসুল হক, কাজী মাহফুজ প্রমূখ ।