নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী মালজ এলাকায় দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভগ্নিপতি কাজী আক্তার হামিদ (বাচ্চু) এবং তার সহযোগী, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন ওরফে টাইগার, নানাখী পূর্বপাড়া জামে মসজিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। এর প্রতিবাদে মসজিদের মুসল্লী ও সমাজের সর্বস্তরের জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার দুপুরে নানাখী মালজ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ জাকির হোসেন, হাজী মিজানুর রহমান, মাওলানা ফয়েজ আহমেদ, মতিউর রহমান এবং মুসল্লীদের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সুমন, সাইদুর রহমান, কবির হোসেন, ও রিয়াজ আহমেদ রাজু।
বক্তারা তাদের ছয় দফা দাবির কথা উল্লেখ করে বলেন:
১. আক্তার হামিদ বাচ্চু মিম্বরে বসে ওয়াজ করতে পারবেন না।
২. আক্তার হামিদের নিয়োগপ্রাপ্ত ও বেতনভুক্ত ইমাম থাকতে পারবেন না।
৩. মসজিদ ও মসজিদের বাহিরের প্রায় ২ একর ওয়াকফে ফি সাবিলিল্লাহ কৃত সম্পত্তি, যা আক্তার হামিদ কর্তৃক রুহুল আমিন ওরফে টাইগারকে দেওয়া হয়েছে, সেই আমুক্তা নামা দলিল বাতিল করতে হবে।
৪. আক্তার হামিদ কর্তৃক দখলকৃত সমস্ত জমি দখল মুক্ত চাই, মসজিদের প্রায় বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় ব্যয়ের হিসাব দিতে হবে, আক্তার হামি দ্বারা মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে একাধিক মামলা নিঃশর্ত ভাবে প্রত্যাহার করতে হব।